Terms and conditions

Shikbo IT- (Terms and Conditions)

এই শর্তাবলী “Shikbo IT” ওয়েবসাইট ব্যবহারের নিয়মনীতি ব্যাখ্যা করে। আপনি আমাদের ওয়েবসাইট ব্যবহার করলে, নিচের শর্তাবলীতে সম্মতি জানাচ্ছেন। যদি আপনি এই শর্তাবলীতে সম্মত না হন, তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকুন।

 ১. সেবা ব্যবহারের নিয়ম

  •  Shikbo IT একটি শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক প্ল্যাটফর্ম, যা বিভিন্ন কোর্স, ব্লগ, টিউটোরিয়াল এবং ডিজিটাল কনটেন্ট সরবরাহ করে।
  •  আমাদের সেবাগুলো শুধু ব্যক্তিগত ও অ-ব্যবসায়িক ব্যবহারের জন্য প্রদান করা হয়। কোনো কনটেন্ট পুনরায় বিক্রি, কপি বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

 ২. কনটেন্ট মালিকানা

  •  ওয়েবসাইটে থাকা সকল লেখা, ছবি, ভিডিও, লোগো এবং অন্যান্য কনটেন্ট Shikbo IT-এর নিজস্ব সম্পদ, অথবা যথাযথ অনুমতিসাপেক্ষে ব্যবহৃত।
  •  অনুমতি ছাড়া এসব কনটেন্ট কপি, বিতরণ বা পরিবর্তন করা যাবে না।

 ৩. ব্যবহারকারীর দায়িত্ব

  •  আপনি যে কোনো তথ্য, মন্তব্য বা সাবমিশন আমাদের ওয়েবসাইটে প্রদান করলে, তার যথার্থতা ও আইনি বৈধতার দায়িত্ব আপনার।
  •  কোনো ধরনের অশ্লীল, বিভ্রান্তিকর, কিংবা ক্ষতিকর কনটেন্ট পোস্ট করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

 ৪. বাহ্যিক লিংক

আমাদের ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। এই লিংকগুলো শুধুমাত্র তথ্যের সুবিধার জন্য প্রদান করা হয়। এসব লিংকে প্রবেশ করলে আপনি সেই ওয়েবসাইটের নিজস্ব নীতিমালার অধীনে থাকবেন। আমরা তাদের কনটেন্টের জন্য দায়ী নই।

৫. সেবার পরিবর্তন

Shikbo IT যে কোনো সময় পূর্ব নোটিশ ছাড়া ওয়েবসাইটের কনটেন্ট, ফিচার বা সেবা পরিবর্তন, আপডেট বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

৬. দায় মুক্তি

আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি স্বীকার করছেন যে, Shikbo IT কোনো প্রকার তথ্যের ভুল ব্যাখ্যা, প্রযুক্তিগত সমস্যা বা ক্ষতির জন্য দায়ী থাকবে না।

৭. শর্তাবলীর পরিবর্তন

আমরা সময়-সময়ে এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে আপডেটকৃত নীতিমালা এই পেইজে প্রকাশ করা হবে। তাই সময় সময় আপনি এই পেইজ পরিদর্শন করে আপডেট জানা নিশ্চিত করবেন।

যোগাযোগের তথ্য:

এই শর্তাবলী সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন:

  •  ইমেইল: [shikboitinfo@gmail.com]
  •  ঠিকানা: [Uzalpur Bazar,Puthia Rajshahi ]
  • Website:[https://shikboit.com]