Shikbo IT- (Disclaimer)
আসসালামু আলাইকুম সবাইকে জানাই শিখবো আইটি ডিজিটাল মার্কেটিং ইন্সটিউট এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই ওয়েবসাইটে প্রদত্ত সকল তথ্য শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। Shikbo IT ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের নির্ভুলতা, সম্পূর্ণতা বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে উপযোগিতা সম্পর্কে আমরা কোনো ধরনের নিশ্চয়তা প্রদান করি না।
১. পেশাদার পরামর্শ নয়
Shikbo IT-এ প্রকাশিত কনটেন্ট, কোর্স, আর্টিকেল বা টিউটোরিয়ালগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এগুলোকে কোনো আর্থিক, চিকিৎসা, আইনি বা প্রযুক্তিগত পেশাদার পরামর্শ হিসেবে গ্রহণ করা উচিত নয়। প্রয়োজন হলে আপনি সংশ্লিষ্ট পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন।
২. বাহ্যিক লিংক
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটে যাওয়ার লিংক থাকতে পারে। আমরা এসব বাহ্যিক সাইটের কনটেন্ট বা নীতিমালার জন্য কোনো দায়ভার গ্রহণ করি না। এই লিংকগুলোর মাধ্যমে প্রবেশ আপনার নিজ দায়িত্বে করতে হবে।
৩. আয় সংক্রান্ত ঘোষণা
Shikbo IT-এ ইনকাম আইডিয়া, প্যাসিভ ইনকাম, ব্লগিং বা ফ্রিল্যান্সিং সংক্রান্ত যেসব তথ্য প্রকাশ করা হয়, সেগুলোর ফলাফল ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। আমরা কোনো ব্যবহারকারীকে নির্দিষ্ট পরিমাণ আয়ের নিশ্চয়তা দিই না। আপনার পরিশ্রম, দক্ষতা ও সময়ের ওপর আয়ের পরিমাণ নির্ভর করে।
৪. কনটেন্ট পরিবর্তন
আমরা যেকোনো সময়, পূর্ব ঘোষণা ছাড়াই ওয়েবসাইটের কনটেন্ট পরিবর্তন, সম্পাদনা বা মুছে ফেলার অধিকার রাখি।
৫. দায়ভার
Shikbo IT এবং এর টিম কোনো প্রকার ক্ষতি, লোকসান বা তথ্যের ভুল ব্যবহারের জন্য দায়ী থাকবে না, যা এই ওয়েবসাইট ব্যবহারের ফলে ব্যবহারকারীর উপর আরোপিত হতে পারে।
যোগাযোগ:
আপনার যদি এই Disclaimer সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন:
- ইমেইল: [shikboitinfo@gmail.com]
- ঠিকানা: [Uzalpur Bazar,Puthia Rajshahi ]
- website:[https://shikboit.com]